• ২০২৫ এপ্রিল ২৯, মঙ্গলবার, ১৪৩২ বৈশাখ ১৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঝালকাঠিতে শিশু যৌন হয়রানির আসামী গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
ঝালকাঠিতে শিশু যৌন হয়রানির আসামী গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন
যৌন হয়রানি কারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে যৌন হয়রানি মামলার আসামি মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ হোসেন ফরাজীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় সর্বস্তরের জনগণ। 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চাড়াখালি বাজারে ৫ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আধা  ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। 

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, হালিমা বেগম, নাজমা আক্তার, ভূক্তভোগীর সহপাঠি মেহেজাবিন, বাবা নাসির খান সহ অনেকে। 

এ সময় বক্তারা বলেন, গত ৯ নভেম্বর পুলিশ যৌন হয়রানির মামলা রেকর্ড করলেও এখন পর্যন্ত মামলার একমাত্র আসামি মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন ফরাজীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তাই অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা। যা দেখে আর কখনো কেউ কোমলমতি শিশুদের সাথে এমন আচরণ করার সাহস না করে। নাহলে এলাকাবাসী আরো কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয়।

সর্বশেষ