• ২০২৫ এপ্রিল ২৯, মঙ্গলবার, ১৪৩২ বৈশাখ ১৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট পাসপোর্ট অফিসের পরিচালককে খুলনায় বদলি

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
সিলেট পাসপোর্ট অফিসের পরিচালককে খুলনায় বদলি
টাইমবাংলা
সিলেট অফিস

সিলেট  বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁর নতুন কর্মস্থল খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

গতকাল রোববার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া স্বাক্ষরিত এত অফিস আদেশে তাকে বদলি করা হয়েছে।

তবে মাজহারুল ইসলামকে কোন কারণে বদলি করা হয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ নেই বদলির আদেশে।

প্রসঙ্গত, মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পাসপোর্ট অফিসে প্রতিদিন হাজার হাজার টাকা দুর্নীতি করা হয় বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠেছে। টাকা না দিলে পাসপোর্ট করতে দেওয়া হয় না, সেবাগ্রহীতাদের হয়রানি করা, তাদের সাথে খারাপ আচরণ করাসহ নানা অভিযোগের পাহাড় জমেছে। এ ছাড়া সম্প্রতি পাসপোর্ট করতে যাওয়া এক নারীকে লাঞ্ছিত করেছেন বলেও অভিযোগ ওঠেছে মাজহারুলের বিরুদ্ধে। এ ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে।

সর্বশেষ