• ২০২৫ এপ্রিল ২৯, মঙ্গলবার, ১৪৩২ বৈশাখ ১৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিজয় দিবসের ফুল দিতে যাওয়ার সময় পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতির মৃত্যু

  • প্রকাশিত ০৩:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
বিজয় দিবসের ফুল দিতে যাওয়ার সময় পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতির মৃত্যু
টাইম বাংলা নিউজ
মোঃ এবাদুল্লাহ কক্সবাজার, জেলা প্রতিনিধি


কক্সবাজারের পেকুয়ায় মহান বিজয় দিবসে শহীদ বেদীতে ফুল দিতে যাওয়ার পথে স্ট্রোক করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহীদ উল্লাহর (৫০) মৃত্যু হয়েছে। তিনি টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ফুল দিতে যাচ্ছিলেন সভাপতি শহীদ উল্লাহসহ নেতা-কর্মীরা। এসময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির মৃত্যুতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব জাফর আলম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সর্বশেষ