• ২০২৫ এপ্রিল ২৯, মঙ্গলবার, ১৪৩২ বৈশাখ ১৬
  • সর্বশেষ আপডেট : ০৬:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট নবাব রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত ০৬:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
সিলেট নবাব রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
টাইমবাংলা
সিলেট অফিস

সিলেট নবাব রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নগরীর নববারোড এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় হৃদয় আহমদ (২৭) নামে এক মোটরসাইকেলর আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত হৃদয় বাগবাড়ি নরসিংটিলা এলাকার বাসিন্দা শহিদ মিয়ার পুত্র।  সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

মোটরসাইকেল থেকে ছিটকে ফুটপাতে উড়ে গিয়ে পড়ে নিহত হয়েছেন এর আরোহী।  প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির হাইয়েস (ঢাকা মেট্রো-চ-২০-৬২০৩) গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-০১৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে ঘটা সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে যান হৃদয়। উড়ে গিয়ে তিনি পড়েন পার্শ্বস্থ ফুটপাতে। মাথায় গুরুতর আঘাত পান তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এদিকে, বিক্ষুব্ধ জনতা নবাবরোড অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

সর্বশেষ