• ২০২৫ এপ্রিল ২৯, মঙ্গলবার, ১৪৩২ বৈশাখ ১৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রাত পোহালেই নির্বাচন কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
রাত পোহালেই নির্বাচন কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু করেছেন ভোটের সরঞ্জাম।

অবাধ, সুষ্টু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ করেছে নির্বাচন কমিশন। 

শনিবার দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ থেকে ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রের সরঞ্জামগুলো পাঠানো শুরু হয়।

সিলেটে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্সসহ অন্যান্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনের কাজে নিয়োগপ্রাপ্ত দায়িত্বশীলরা। শুধুমাত্র ভোটের দিন ভোররাতে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পাঠানো হবে।


রোববার ভোররাত ৩টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট হস্তান্তর করবেন বলে জানা গেছে।


প্রসঙ্গত, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেটের ৬ সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এই নির্বাচনে ২৮ প্লাটুন বিজিবিও ২৮ প্লাটুন সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকহাজার সদস্য মোতায়েন রয়েছেন। এক হাজার ১৩টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৬টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ৭৫টি দুর্গম কেন্দ্র রয়েছে। ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ