• ২০২৫ ডিসেম্বর ১৬, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ২
  • সর্বশেষ আপডেট : ০২:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট রাস্তার বাস হেলপারের লাশ উদ্ধার

  • প্রকাশিত ০৫:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
সিলেট রাস্তার বাস হেলপারের লাশ উদ্ধার
ফাইল নিউজ
সিলেট অফিস

সিলেট বিয়ানীবাজারে রাস্তার পাশ থেকে আব্দুল আহাদ (৩৫) নামে এক বাস হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল আহাদ উপজেলা জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের হেলপার হিসেবে কাজ করতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।


সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া স্কুলের সামন থেকে তার লাশ উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী বিরতিহীন বাসে করে মেওয়া এলাকায় গেলে অসুস্থ হয়ে গাড়ি থেকে নেমে যান তিনি। এর কিচ্ছুক্ষণ পরেই তার লাশ মিলে রাস্তার পাশে। তাঁর শরীরের বুকে এবং পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর নিহতের পরিবারের অভিযোগ করছে এটি কোন স্বাভাবিক মৃত্যু নয়।


বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লাশের দুর্ঘটনার কারণ এবং কী ভাবে দুর্ঘটনা ঘটেছে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। নিহত লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ