• ২০২৫ ডিসেম্বর ১৬, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ২
  • সর্বশেষ আপডেট : ০২:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে ইয়ামাহা FZS ভার্সন ৪ এর সেলস সেলিব্রেশন উদযাপন

  • প্রকাশিত ০৩:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
সিলেটে  ইয়ামাহা FZS ভার্সন ৪ এর সেলস সেলিব্রেশন উদযাপন
time bangla
ডেস্ক রিপোট :

সিলেটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইয়ামাহা এফ জেড এস ভার্সন ৪ এর সেলস সেলিব্রেশন।

বৃহস্পতিবার(১০ অক্টোবর)দুপুরে নগরীর এক অভিজাত হলে এসিআই মোটরস  ইয়ামাহা সিলেট এর  ডিলার আয়েশা লেইস মোটরস এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন আয়েশা লেইস মোটরস এর সত্বাধিকারী মোঃ হোসেন তানভীর,নিরাপদ সড়ক চাই( নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু,এসিআই মোটরস এর টেরিটরি ম্যানেজার আবুল কালাম এবং সার্ভিস ইঞ্জিনিয়ার দীপু ।এই দিন একসাথে ৩০ জন গ্রাহকের হাতে তুলে দেয়া হয়  বিভিন্ন কালারের ইয়ামাহা এফ জেড এস ভার্সন ৪  নতুন মডেলের এই বাইক গুলো।

আয়েশা লেইস মোটরস এর সত্বাধিকারী মোঃ হোসেন  তানভীর জানান,বর্তমানে ৬ টি কালার ভেরিয়েশন এই বাইকগুলো পাওয়া  যাচ্ছে সিলেটের একমাত্র ইয়ামাহা ডিলার আয়েশা লেইস মোটরসে।কালার গুলি হচ্ছে: রেসিং ব্লু, মেটালিক গ্রে, ম্যাজেস্টি রেড, ম্যাট ব্লু, ম্যাট ব্ল্যাক (গোল্ডেন রিম) এবং ম্যাট ব্ল্যাক (ব্ল্যাক রিম)। এ ছাড়া প্রি-বুকিং কৃত প্রত্যেকটি বাইক এর সাথে  বর্তমানে ক্যাশ ব্যাক অফার রয়েছে।

সর্বশেষ