• ২০২৫ এপ্রিল ২৬, শনিবার, ১৪৩২ বৈশাখ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৪:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু শনাক্ত ১২৪৮

  • প্রকাশিত ০৬:০৪ পূর্বাহ্ন শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু শনাক্ত ১২৪৮
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন ১ হাজার ২৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬০, ঢাকা উত্তর সিটিতে ২৭৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, খুলনা বিভাগে ১০৭ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়াও রংপুর বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারাদেশে ১ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৬৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৬ হাজার ৯১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৭ জনের।

সর্বশেষ