• ২০২৫ অগাস্ট ০৫, মঙ্গলবার, ১৪৩২ শ্রাবণ ২১
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট কালীঘাট থেকে ডিবির অভিযানে আটক ৪

  • প্রকাশিত ১১:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ০৫, ২০২৫
সিলেট কালীঘাট থেকে ডিবির অভিযানে আটক ৪
time bangla
সিলেট অফিস :

সিলেটে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ছড়ারপাড় এলাকার মারফত আলীর কলোনীর মো. শাহীন মিয়ার ছেলে মো. সানী মিয়া (২৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দল কুতুব গ্রামের আব্দুল হাসিমের ছেলে নূর আহমদে (৩০), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত তাজির মুল্লুকের ছেলে ফরহাদ হোসেন (৪০) ও সিলেট মহানগরীর চালিবন্দর এলাকার আব্দুর রউফের ছেলে মো. আশরাফ উদ্দিন (৫৫)।

বুধবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৯ নভেম্বর রাত ৯টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগ সংবাদের ভিত্তিতে কালীঘাটস্থ মসলাপট্টির একটি পরিত্যাক্ত ঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ ঐ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা মামলা রুজু করা হয়েছে। পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ