• ২০২৫ এপ্রিল ২৬, শনিবার, ১৪৩২ বৈশাখ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৪:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গাজীপুরের ৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

  • প্রকাশিত ০৬:০৪ পূর্বাহ্ন শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
গাজীপুরের ৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
time bangla news
মোঃমোজাম্মেল হোসেন গাজীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫ টি সংসদীয় আসনের মধ্যে  ৪টি  আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে  নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তবে, গাজীপুর ১ (কালিয়াকৈর) আসনে জামায়াতে ইসলামীর  প্রার্থী কে হবেন তা এখনো পর্যন্ত ঠিক হয়নি বলে তারা জানাননি। 


গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন এবং গাজীপুর জেলা জামায়াতের  নায়বে আমীর মাওলানা শেফাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘প্রাথমিকভাবে ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে, গাজীপুর -১ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।’’ 


যেসব আসনে প্রার্থী দেওয়া হয়েছে, সেগুলো হলো: সদর (গাজীপুর -২) আসনে মহানগর জামাতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী।  শ্রীপুর (গাজীপুর-৩) আসনে গাজীপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম। কাপাসিয়া (গাজীপুর -৪) আসনে বাংলাদেশ ইসলামী  ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর মেট্রো থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী৷ কালীগঞ্জ (গাজীপুর-৫) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান। 


সর্বশেষ