সিলেটে নগরীর শাহী ঈদগাহস্থ দলদলি চা বাগান এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘাত ও উত্তেজনার জেরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।
নিহত যুবকের নাম তুষার আহমেদ চৌধুরী (২০) তিনি নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার এডভোকেট সাজেদ আহমেদ চৌধুরীর ছেলে।
মঙ্গলবার( ১৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকান্ডের সাথে জড়িত ১ ,তানভির আহম্মদ (২৫) পিতা- মোঃ হেলাল ২,মোঃ জাবেদ (২৫) পিতাঃ মো: সমছু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একজন কর্মকর্তা জানান, রাত সাড়ে আটটার দিকে সিলেট নগরীর দলদলি চা বাগানের ভ্যালিসিটি উত্তর পশ্চিম দেয়াল সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে তুষার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। রাত সোয়া ১০টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি লাশের ময়নাতদন্তসহ আনুষাঙ্গিক বিষয় দেখভাল করছেন বলে জানান।
ছুরিকাঘাতে তুষারের খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার এডিসি সাইফুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘাতের জেরে ছুরিকাঘাতে তুষার নামে একজন নিহত হয়েছেন।
মতামত দিন