প্রতিবছর গরমের তীব্রতা বাড়ছে তীব্র দাবদাহে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট অবস্থা সবচেয়ে নাজুক আজকের সিলেট তাপমাত্রা ৩৪° সেলসিয়াস।
সাথে ঘন ঘন লোডশেডিং যন্ত্রণাকে আরও তীব্র করে তুলছে। প্রচণ্ড গরমে শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পোহাচ্ছে। একই সঙ্গে নগরীতে দেখা দিচ্ছে নানা রোগের প্রাদুর্ভাব।
আজ বুধবার ৭মে সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র গরমের কারণে রাস্তায় মানুষের চলাচল কম যারা রাস্তায় চলাচল করছেন তারা ছাতা নিয়ে বের হয়েছেন।
গরমের কারণে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন শ্রমজীবী মানুষ। কিছু সময় পর পর তারা ছায়ার জন্য গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। এছাড়াও অনেককে নগরীর পয়েন্ট থাকা সড়কের পাশে ডাব ও লেবুর শরবত কিনে পান করতে দেখা যায়।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আজকের এই সিলেটের তাপমাত্রা বৃদ্ধির পেছনে দায়ী এর জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট ও গাছপালা কেটে ফেলা।
মতামত দিন