নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের আওতার বাইরে থেকে যাচ্ছে মেহেরপাড়া ইউনিয়নের একটি সুসংগঠিত ইয়াবা চক্র। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, এই চক্রের নেতৃত্বে রয়েছে তিনজন কুখ্যাত মাদক কারবারি—আবু সাত্তার ওরফে খান, কালিয়া মামুন ও কোবরা রউফ। এলাকার সচেতন মহল দীর্ঘদিন ধরে এই চক্রের তৎপরতা সম্পর্কে জানলেও, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তথ্যানুসন্ধানে জানা যায়, কক্সবাজার থেকে নিয়মিত ইয়াবার চালান এনে থাকেন কোবরা রউফ। পরে তিনি তা হস্তান্তর করেন কালিয়া মামুনের কাছে, যিনি চালানটি পৌঁছে দেন আবু সাত্তার ওরফে খানের কাছে। এরপর এসব ইয়াবা সারা মেহেরপাড়া ইউনিয়নে ছড়িয়ে পড়ে—স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ যুবসমাজ ধ্বংসের মুখে।
এ চক্রের নেটওয়ার্ক অত্যন্ত সুসংগঠিত এবং এর সঙ্গে আরও বেশ কয়েকজনের জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভয় বা প্রভাবের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না। ফলে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
এখন সময় এসেছে প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ নেওয়ার। নতুবা মেহেরপাড়া ইউনিয়ন অচিরেই মাদকের করালগ্রাসে সম্পূর্ণভাবে পতিত হবে।
মতামত দিন