• ২০২৫ অগাস্ট ০৩, রবিবার, ১৪৩২ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট নগরীর বন্দরবাজার ২ দোকানে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত ০৯:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০৩, ২০২৫
সিলেট নগরীর বন্দরবাজার ২ দোকানে দুর্ধর্ষ চুরি
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেট নগরীর বন্দরবাজার একরাতে ২টি ইলেকট্রনিক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।


এতে ওইসব দোকান থেকে আসবার পত্র সহ লাখ টাকা লুটে নিয়েছে চোর চক্র ধারণা করা যাচ্ছে গভীর রাতে এ চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ( ২৯ মে ) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ।

২টি ইলেকট্রনিক দোকানের টিনের চালা কেটে ভেতরে ঢোকে বলে জানা যায়।

জে এস ইলেকট্রনিক স্বত্বাধিকারী জনাব আব্দুল রহমান জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকালে দোকানে এসে দোকান খুলে দেখেন, সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় তার ক্যাশ বাক্সও খোলামেলা অবস্থায় পাওয়া যায়।  

দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ  টাকা ও মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।  

স্বত্বাধিকারী আর এল ইলেকট্রনিক জাকির হুসেন রাজিব জানান, তার দোকান টিনের চালা কেটে ভেতরে ঢোকার চেস্টা করেছে বৃষ্টির পানিতে লাখ টাকার মালামাল নস্ট হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো: জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে আমি পরিদর্শন করেছি চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট ইলেকট্রনিক বিস্নেস অ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক  জনাব কামরুল ইসলাম জানান,দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা একটি জরুরি সভা ডেকেছি।

সর্বশেষ