• ২০২৫ অগাস্ট ০৩, রবিবার, ১৪৩২ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার ম্যাজিষ্ট্রেটের সহকারী সিএর স্বাক্ষর জালিয়াতির কার্ডটি জব্দ করেছে ম্যাজিষ্ট্রেট

  • প্রকাশিত ০৯:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০৩, ২০২৫
কক্সবাজার ম্যাজিষ্ট্রেটের সহকারী সিএর স্বাক্ষর জালিয়াতির কার্ডটি জব্দ করেছে ম্যাজিষ্ট্রেট
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার ম্যাজিষ্ট্রেটের সহকারী সিএর স্বাক্ষর জালিয়াতির কার্ডটি জব্দ করেছে ম্যাজিষ্ট্রেট


মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজার সমুদ্র সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্ড নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার ধরা পড়েছে ম্যাজিষ্ট্রেটের সহকারী সিএর স্বাক্ষর জালিয়াতি করে নেয়া একটি ক্ষুদ্র ব্যবসায়ীর কার্ড জব্দ করেছে ম্যাজিষ্ট্রেট।


সোমবার বিকেলে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আজিম তথ্য-প্রমাণের ভিত্তিতে কার্ডটি জব্দ করেছেন।


তিনি বলেন, 'সিএর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠার পর তদন্ত নামে জেলা প্রশাসন। পরবর্তীতে তদন্তে প্রমাণিত হওয়ায় কার্ডটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সিএ মোহাম্মদ ইউনূছ বলেন, 'জালিয়াত চক্রের হোতা জাহাঙ্গীর যে স্বাক্ষরটি দিয়ে কার্ডটি তুলেছে তা আমার স্বাক্ষর নয়। এটি সম্পুর্ণ ভুয়া বলে দাবি করেন তিনি।


নাম প্রকাশে অনিচ্ছুক সৈকতের একাধিক ব্যবসায়ী জানান, 'প্রতারক জাহাঙ্গীর কার্ডটি বিক্রি করেন মোহাম্মদ সোলাইমান নামে এক ব্যবসায়ীর কাছে। পরবর্তীতে তিনি হঠাৎ এসে চক্রের সদস্যদের নিয়ে সোলায়মানের কাছ কার্ডটি কেড়ে নিতে চাই। না পেরে এক পর্যায়ে সিএর স্বাক্ষর জালিয়াতি করে অভিযুক্ত জাহাঙ্গীর। যা নিয়ে অভিযোগ উঠলে তদন্তে নামে জেলা প্রশাসন। প্রমাণিত হওয়ায় কার্ডটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ