কক্সবাজার জেলা কারাগারে মধুমাস উপলক্ষে ২৪৮৪ জন কারাবন্দীদের মাঝে আম ও কাঁঠাল বিতরণ সম্পন্ন হয়েছে।
মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলা কারাগারে মধুমাস উদযাপন সম্পন্ন হয়েছে,
বদলে গেছে কারাগারে কার্যক্রম। "রাখিবো নিরাপদ, দেখাবো আলোর পথ"সেই স্লোগানের বাস্তব রূপ দেখা দিয়েছে কক্সবাজার জেলা কারাগারে তার পরিপ্রেক্ষিতে প্রতিবছরের ন্যায় এই বছরও ২৪৮৪ জন কারাবন্দীদের মাঝে ১০০০কেজি আম এবং ১০০ পিচ কাঠাঁল বিতরণ সম্পন্ন করা হয়েছে । এছাড়া কর্মকর্তা -কর্মচারীদের মাঝে ও আম কাঁঠাল বিতরণ করা হয়েছে। উক্ত আম, কাঁঠাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগারের জেলসুপার জনাব জাবেদ মেহেদি এবং জেলার আবু মুছা ও ডেপুটি জেলার নোবেল দেব। তাদের উপস্থিতিতে কারাবন্দীদের মাঝে আম, কাঁঠাল বিতরণ করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, জেল সুপার জাবেদ মেহেদি কক্সবাজার জেলা কারাগারে যোগদান করার পর, পূর্বে কারাগারের ভেতরে কোয়ারেন টিন বাণিজ্য মেডিকেলের সীট বাণিজ্য,ওয়াড কাটা বাণিজ্য,টেলিফোন বাণিজ্য ক্যান্টিন বাণিজ্য,সেল বাণিজ্য এইসবের সংস্কার ও পরিবর্তন হয়েছে।জেল কোট অনুযায়ী হাজতিদের খাবার পরিবেশন করা হচ্ছে। পূর্বে এসব সুবিধা থেকে বঞ্চিত ছিল হাজতিরা, বর্তমানে নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে জেলা কারাগার।
অনেক সুবিধাবাদীরা জেলখানার অযৌক্তিক সুবিধা নিতে না পারায় জেলখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা সংবাদ পরিবেশন করে আসছিল। এসব মিথ্যা সংবাদের পিছনে ছুটাছুটি না করে,সত্য ও সঠিক সংবাদে সময় ব্যয় করার জন্য অনুরোধ জানিয়েছেন জেল সুপার জাবেদ মেহেদি।তিনি আরো বলেন, জামিনে মুক্ত হওয়া ব্যাক্তিদের কাছ থেকে খবর নিয়ে দেখেন, জেলখানার ভিতরে কোন ধরনের দুর্নীতি ও অনিয়ম হচ্ছে কিনা। থাকলে আপনারা প্রতিদিন জেলখানার বিরুদ্ধে প্রতিবেদন করেন, তাতে আমার কোন আফসোস নেই,তবে জেনেশুনে সত্য ও সঠিক সংবাদ টুকু পরিবেশন করুন। এতে দেশ ও জাতির মঙ্গল। চলুন সবাই মিলে দেশটি পরিবর্তন করি।
মতামত দিন