পি.এম খালীর টমটম চালক শিশু সোহেল খুন!
মতিউল ইসলাম (কক্সবাজার)
টমটম ছিনিয়ে চালকদের খুন করা এখন চলমান ফ্যাশন এমন চিত্র দেখা গেছে,
সদর পি.এম খালী মাছুয়া খালী, ৯নং ওয়ার্ড, রিয়াজ উদ্দীনের পুত্র ১৪ বছর বয়সী শিশু টমটম চালক সোহেলকে ০৩-আগস্ট ২০২৫ ইং রাতে মেরে ফেলে, তার টমটম গাড়ি নিয়ে যায়।
অনুসন্ধানের জানা গেছে, রামু পানিরছড়া, রশিদ নগরের জেটি রাস্তা ফকিরা মোড়া যাওয়ার রাস্তার পাশে, জমিনের নাসীর মধ্যে শিশু সোহেলের নিথর দেহ পড়ে আছে। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে রামু থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত-সোহেলকে উদ্ধার করে রামু থানায় নিয়ে আসে। এ বিষয়ে রামু থানার ওসি তৈয়বুর রহমানের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন মৃত-দেহটি থানায় নিয়ে আসা হয়েছে।পরবর্তী কার্যক্রমের জন্য লাশটি কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হবে এবং আসামী শনাক্তের কার্যক্রম চলমান আছে। এই বিষয়ে মৃত- সোহেলের পিতা, রিয়াজ উদ্দীনের এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমার বিনীত অনুরোধ, আমার ছেলেকে যারা মেরে ফেলেছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্ত শাস্তি দাবী করছি। আমার মত দরিদ্র, অসহায় -হতভাগা পিতার শিশুর লাশ যেন আর কোনো পিতার কাদের নিতে না হয় এমন মিনতি আইশৃঙ্খলা বাহিনীর প্রতি। স্থানীয়দের অভিযোগ বর্তমান সময়ে চুরি - ছিনতাই, ইয়াবা সেবনকারী বেড়েই চলছে। প্রতিটি পাড়ায় মহল্লায় এইসব লোকদের সনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এসব বিষয়গুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এইসব বিষয়গুলি মাথায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করলে,কিছুটা হলেও স্বস্তি ফিরবে সাধারন মানুষের মধ্যে।অকালে প্রাণ যাবে না দরিদ্র -অসহায় বাবা-মার সন্তানের।
মতামত দিন