• ২০২৫ অগাস্ট ০৫, মঙ্গলবার, ১৪৩২ শ্রাবণ ২১
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার মহেশখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ডাকাত আটক মতিউল ইসলাম (কক্সবাজার)

  • প্রকাশিত ১০:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ০৫, ২০২৫
কক্সবাজার মহেশখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ডাকাত আটক    মতিউল ইসলাম (কক্সবাজার)
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার মহেশখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ডাকাত আটক


মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জনকে আটক করেছে। 


 ০২ আগস্ট (শনিবার) ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের এক যৌথ অভিযানে কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নাল আবেদীন ওরফে হাতকাটা জায়নাল ডাকাত (৪২) কে আটক করা হয়েছে। 


কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিসিজি স্টেশন মহেশখালী এবং মহেশখালী থানা পুলিশ যৌথভাবে হাতকাটা জয়নালের বাড়িতে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।


তিনি জানান, আটককৃত জয়নাল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ৫টি মামলা রয়েছে।


আটককৃত আসামী এবং জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। 


তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ