• ২০২৫ অগাস্ট ০৫, মঙ্গলবার, ১৪৩২ শ্রাবণ ২১
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাইদুর রহমান রিমনের স্মরণে ডিআরইউ-তে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত ১০:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ০৫, ২০২৫
সাইদুর রহমান রিমনের স্মরণে ডিআরইউ-তে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
File
মতিউল ইসলাম (মতি)

সাইদুর রহমান রিমনের স্মরণে ডিআরইউ-তে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মতিউল ইসলাম (মতি)


দেশের অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ সাইদুর রহমান রিমনের স্মরণে গত ৪ আগস্ট, সোমবার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র সাগর রুনি মিলনায়তনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সাধারণ সাংবাদিক সমাজ”-এর ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক সমাজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সাইদুর রহমান রিমনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএফইউজে-র সাংগঠনিক সম্পাদক এরফানুল নাহিদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক নাঈমুল আহসান সোহেল। দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোঃ মাসুদ, সকলের সংবাদ এর সম্পাদক হাফিজুর রহমান শফিক, দৈনিক নতুন কাগজের সম্পাদক জিয়াউর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এইচ এম আল আমিন সহ অন্যান্য সঙ্গাবদিক বৃন্দ।


বক্তারা বলেন, সাইদুর রহমান রিমন ছিলেন নির্ভীক ও সৎ অনুসন্ধানী সাংবাদিক, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তাঁর অকাল মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গন এক মহান যোদ্ধাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। বক্তারা রিমনের পেশাগত আদর্শ ও সততাকে অনুসরণ করে দেশের গণমাধ্যমকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আয়োজক সংগঠন “সাধারণ সাংবাদিক সমাজ” জানায়, এই শোকসভা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একজন আদর্শবান পেশাজীবীর প্রতি সম্মান, ভালোবাসা এবং সাংবাদিকতার নীতিবোধকে সমুন্নত রাখার সম্মিলিত অঙ্গীকার। দোয়া মাহফিলে সাইদুর রহমান রিমনের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং রিমনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ