কক্সবাজার কুতুবদিয়া মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ বাবুল নাথ আটক
মতিউল ইসলাম মতি (কক্সবাজার)
সারাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার মাদক বিরোধী জিরো টলারেন্স ঘোষণা কে বাস্তবায়ন করতে। কক্সবাজার কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনের উদ্যোগে, মাদক কারবারীদের আইনের আওতায় আনতে। মাদকবিরোধী অভিযানে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার এবং বাবুল নাথ নামে একজন গাঁজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ০৭/০৮/২০২৫ইং তারিখ এসআই(নিঃ) প্রবাল সিনহার কর্মস্থল- কুতুবদিয়া থানা, কক্সবাজার সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৭/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকার সময় কুতুবদিয়া থানার দক্ষিণ ধূরুং ইউপিস্থ ধূরুং বাজারের পূর্ব পার্শ্বে সানা ফ্যাশনের বিপরীতে। বাবুল নাথের দোকান হতে সাক্ষীদের সম্মুখে ১ বাবুল নাথ(৬০) এর ডান হাতে থাকা কালো পলিথিনে ১২০ গ্রাম গাঁজা সহ ধৃত করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করিয়া তাহার দোকানে নিজ হেফাজতে রেখে ব্যবসার আড়ালে গোপনে বিভিন্ন খুচরা মাদক সেবীদের নিকট বিক্রয় করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে । উক্ত বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে পুলিশ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি মারুফ হোসেনের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন। আল্লাহর রহমতে আমি যেখানে দায়িত্বে আছি সেখানে আপনারা খবর নিয়ে দেখেন।অপরাধীদের নিয়ন্ত্রণ করতে কুতুবদিয়া থানা পুলিশ ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে। অপরাধীদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার লোক আমি নই। আপনারা সকলে মিলে আমাকে সহযোগিতা করুন,আসুন সকলে মিলে আমরা একটি সুন্দর মাদক মুক্ত কুতুবদিয়া দেখতে চাই।
মতামত দিন