কুতুবদিয়া ওয়ারেন্ট আসামি রমিজ গ্রেফতার
মতিউল ইসলাম (মতি) কক্সবাজার
কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী রমিজ গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা গেছে ০৯/০৮/২০২৫ইং তারিখ কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ইউপিস্থ সৈরগ্যার পাড়া এলাকা হইতে জিআর নং- ১৫/২৫(কুতুবদিয়া), ধারা- ১৪৩/৩০৭/৩২৩/৫০৬ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামী মোহাম্মদ রমিজ প্রঃ কালু, পিতা- মনজুর আলম, সাং- সৈরগ্যার পাড়া, আলী আকবর ডেইল এলাকা থেকে রমিজ কে গ্রেফতার করে কুতুবদিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে আগামীতেও ওয়ারেন্ট তামিল অভিযান অব্যাহত থাকবে।এই বিষয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেনের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন কুতুবদিয়ে থানায় যত অপরাধী রয়েছে তাদের শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে, এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মতামত দিন