প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী
আজ ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মো: মেনহাজুল আলম, পিপিএম মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মৃৎশিল্পীদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাসহ স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সুষ্ঠুভাবে পূজা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ থানা এলাকায় প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিদর্শন করছেন।
নরসিংদী জেলায় নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ ইতোমধ্যে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানান পুলিশ সুপার, নরসিংদী।
মতামত দিন