কক্সবাজার পূজামন্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
মতিউল ইসলাম (কক্সবাজার)
হিন্দু সম্প্রদায়িক সংখ্যালঘুদের ধর্মীয় আনুষ্ঠানিক সুশৃংখল ভাবে সম্পন্ন করতে বিভিন্ন পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছেন কক্সবাজার জেলা পুলিশ।
তারই অংশ হিসেবে,কক্সবাজার সদর থানা এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
সরজমিনে গিয়ে দেখা গেছে,গত ২৩/০৯/২০২৫ ইং রাত ০৭:১০ ঘটিকায় আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে পূজামণ্ডপ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) প্রথমে কক্সবাজার পৌরসভাস্থ ইন্দ্রসেন বাড়ি পূজা মন্ডপ, পরে কৃষ্ণনন্দ ধাম পূজা মন্ডপ এবং স্বরস্বতি বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে স্থানীয় জনগণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করে সবাইকে আশ্বস্ত করেন যে, সার্বজনীন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । পূজার আনন্দে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সর্বদা সতর্ক।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব অলক বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ ইলিয়াস খান,পিপিএম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, জনাব শোভন কুমান সাহা, ইনচার্জ,শহর পুলিশ ফাঁড়ি, কক্সবাজার জেলা।
মতামত দিন