• ২০২৫ ডিসেম্বর ১৬, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ২
  • সর্বশেষ আপডেট : ০২:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত ০৫:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা
File
মতিউল ইসলাম (মতি)

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা 


মতিউল ইসলাম 


সম্প্রতি সময়ে বিভিন্ন জেলায় নির্বাচনি দায়িত্ব নির্ভুলভাবে পালনের লক্ষ্যে পুলিশের স্কিল বৃদ্ধির লক্ষ্যে ট্রেনিং শুরু হয়েছে। অনুসন্ধানে জানা গেছে,

গত ০৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা সভাপতিত্বে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা  ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা (চতুর্থ পর্যায়) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আকরাম হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।


উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বলেন,আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করা। নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন, যেখানে পুলিশের ভূমিকা নিরপেক্ষতা, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা।

পুলিশের দায়িত্ব হলো ভোটার, প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখা। এজন্য প্রতিটি পুলিশ সদস্যকে আইন, আচরণবিধি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে।

 সকলে আশা করে, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ মাঠ পর্যায়ে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবে। মনে রাখতে হবে পুলিশের লক্ষ্য হলো “নির্বাচন হবে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।”


বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন অফিসারগণ সহ সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ