• ২০২৫ ডিসেম্বর ১৫, সোমবার, ১৪৩২ পৌষ ১
  • সর্বশেষ আপডেট : ০৫:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বেপরোয়া এএসআই অমিত বড়ুয়া,ব্যবসায়ী রাশেদকে ধরে নিয়ে গিয়ে সারারাত নির্যাতন

  • প্রকাশিত ০৭:১২ অপরাহ্ন সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
বেপরোয়া এএসআই অমিত বড়ুয়া,ব্যবসায়ী রাশেদকে ধরে নিয়ে গিয়ে সারারাত নির্যাতন
File
মতিউল ইসলাম (মতি)

বেপরোয়া এএসআই অমিত বড়ুয়া,ব্যবসায়ী রাশেদকে ধরে নিয়ে গিয়ে সারারাত নির্যাতন 

 

স্টাফ রিপোর্টার:


কক্সবাজার রামু থানার এএসআই অমিত বড়ুয়া এক আতঙ্কের নাম।তিনি গত ২৯/১০/২৫ রাশেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তিন মাসের সাজা আসামী বলে গ্রেফতার করে। থানার সেলের পূর্ব পাশে একটি কক্ষে নিয়ে গিয়ে এএসআই অমিত এবং তার দুই সহযোগী সহ রাশেদকে সারারাত মারধর ও নির্যাতনের অভিযোগ ওঠেছে।

 অথচ তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট এবং সাজা দেখাতে পারেনি এএসআই অমিত বড়ুয়া।


অনুসন্ধানে জানা গেছে, রাশেদ জোয়ারিয়া নালা ইউনিয়নের আশকরখিল উত্তর মিঠাছড়ি আলম নূরের পুত্র, তাকে তিন মাসের সাজা আসামীর অজুহাত দেখিয়ে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে এএসআই অমিত।


এই বিষয়ে এএসআই অমিত বড়ুয়ার বক্তব্য নেওয়া হলে তিনি বলেন , রাশেদের বিরুদ্ধে তিন মাসের সাজা আছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ তার বিরুদ্ধে সাজা এবং ওয়ারেন্ট প্রমান করতে পারেনি এএসআই অমিত বড়ুয়া। অমিতের দুই মিনিটের বক্তব্যের ফোন রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। 


এই বিষয়ে কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফদ্দীন শাহীন এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,এএসআই অমিতের এই বিষয়টি আমরা তদন্ত করে দেখব । সে যদি এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এই বিষয়ে ভুক্তভোগী রাশেদের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,আমাকে কেন?বিনা ওয়ারেন্টে এবং কোন সাজা ছাড়া থানায় ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হলো, এই বিচার মাননীয় পুলিশ সুপারের কাছে চাই। এই ধরনের অমানবিক আচরণ যেন আর কারো সাথে না হয়।

সর্বশেষ