• ২০২৫ ডিসেম্বর ১৬, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ২
  • সর্বশেষ আপডেট : ০২:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত*

  • প্রকাশিত ০৩:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত*
File
মুহম্মদ তরিকুল ইসলাম

*পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত*


মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতায় উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত  জাতীয় এই বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। 


উপজেলা বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, তাতীদলের সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছিল। বিচার বিভাগ, আইন বিভাগসহ প্রশাসনের প্রতিটি স্তরকে ধ্বংস করেছিল। মানুষের মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, সবার আগে এদেশের মানুষকে মনের দিক থেকে স্বাধীন করতে হবে। মানুষের চিকিৎসা স্বাস্থ্য সেবা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তরান্বিত করে মানুষকে স্বাধীনতা দিতে হবে। এজন্য একটি দেশের মধ্যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু থাকতে হবে। তবেই দেশের মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করবে।

 

মুহম্মদ তরিকুল ইসলাম


সর্বশেষ