• ২০২৫ ডিসেম্বর ১৬, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ২
  • সর্বশেষ আপডেট : ০৮:১২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উখিয়ার শিশু নুরশেদের সন্ধান মিলেনি এখনো!

  • প্রকাশিত ০৯:১২ পূর্বাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
উখিয়ার শিশু নুরশেদের সন্ধান  মিলেনি এখনো!
File
মতিউল ইসলাম (মতি)

উখিয়ার শিশু নুরশেদের সন্ধান  মিলেনি এখনো! 


মতিউল ইসলাম 


কক্সবাজারের উখিয়া থানাধীন ফলিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ নুরশেদ (১৪) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এরপর অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি করায় অপহরণের আশঙ্কা আরও তীব্র হয়েছে।


পরিবার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ০৬:০০ ঘটিকায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফলিয়াপাড়া এলাকা থেকে উখিয়া ইমপিরিয়াল বাস কাউন্টারের উদ্দেশ্যে বের হয় নুরশেদ। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।


ঘটনার পর শিশুটির পিতা নুর মোহাম্মদ গতকাল ১৪ নভেম্বর উখিয়া থানায় একটি নিখোঁজ ডাইরি (জিডি ট্র্যাকিং নং CEP9EL, জিডি নং ৭৫৫) দায়ের করেন।


নিখোঁজ শিশুর পরিচয়- মোহাম্মদ নুরশেদ (১৪), পিতা নুর মোহাম্মদ, সাং ফলিয়াপাড়া, ৬নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, উখিয়া।


এদিকে নিখোঁজের পরপরই জেবুন ন্নেছা নামে এক নারীর নামে রেজিস্টারকৃত দুটি নম্বর থেকে শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে মুক্তিপণ দাবি জানানো হয়। একই সঙ্গে একটি বিকাশ এজেন্ট নম্বর সরবরাহ করে সেখানে টাকা পাঠানোর নির্দেশও দেওয়া হয়।


তথ্যমতে, সন্দেহভাজনদের সম্ভবত অবস্থান কক্সবাজারের বিসিক শিল্পনগরী এলাকায় হতে পারে। ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। শিশুটিকে উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।

সর্বশেষ