• ২০২৫ এপ্রিল ২৯, মঙ্গলবার, ১৪৩২ বৈশাখ ১৬
  • সর্বশেষ আপডেট : ০৭:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিদেশিনীকে ধর্ষণ! রাখির স্বামী আদিলের নামে এফআইআর

  • প্রকাশিত ০১:০৪ অপরাহ্ন মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিদেশিনীকে ধর্ষণ! রাখির স্বামী আদিলের নামে এফআইআর
সংগৃহীত
নিজস্ব
Rakhi Sawant Husband

রাখির পর আদিলের বিরুদ্ধে সরব এক বিদেশিনী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করছেন আদিল। অভিযোগ ইরানীয় মহিলার। এফআইআর দায়ের রাখির স্বামীর নামে।

Picture Of Rakhi Sawant and her Husband adil durrani

রাখির বর আদিলের নামে ধর্ষণের অভিযোগ। ছবি:         

স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন রাখি সবন্ত। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন রাখির স্বামী আদিল খান দুরানি। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এর মাঝেই আরও এক অভিযোগ উঠল রাখির স্বামীর নামে। আদিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করছেন এক ইরানীয় মহিলার সঙ্গে। শুধু তাই নয়। তিনি নাকি ধর্ষণও করেছেন তাঁকে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী মাইসোরের ভিভি পুরম থানায় আদিলের নামে এফআইআর নথিভুক্ত হয়েছে।




সর্বশেষ