কুতুবদিয়া গাঁজাসহ শহিদু উল্লাহ আটক!
মতিউল ইসলাম (মতি)
কক্সবাজার কুতুবদিয়া ২০০ গ্রাম গাঁজাসহ শহিদু উল্লাহ নামে এক জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ০৬/০৮/২০২৫ইং তারিখ এসআই(নিঃ) প্রবাল সিনহা, বিপি- ৮৯১৯২২৩৬৭৭, কর্মস্থল- কুতুবদিয়া থানা, কক্সবাজার সঙ্গীয় ফোর্স সহ রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সময় অভিযান পরিচালনাকালে ইং ০৬/০৮/২০২৫ তারিখ রাত ০১:৫০ ঘটিকার সময় কুতুবদিয়া থানার অন্তর্গত উত্তর ধুরুং ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ, চর ধূরুং বেড়িবাঁধের শহিদু উল্লাহ এর দোকান হতে সাক্ষীদের সম্মুখে ১। মোহাম্মদ শহিদু উল্লাহ (৪৪)কে ডান হাতে থাকা কালো পলিথিনে ২০০ গ্রাম গাঁজা সহ ধৃত করেন। তাহাকে পুলিশ জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করিয়া তাহার দোকানে নিজ হেফাজতে রেখে ব্যবসার আড়ালে গোপনে বিভিন্ন খুচরা মাদক সেবীদের নিকট বিক্রয় করেন। উক্ত বিষয়ে কুতুবদিয়া থানার মামলা নং- ০৪/১০৮, তারিখ- ০৬/০৮/২০২৫ইং, ধারা- ৩৬(১) সারণরি ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হইয়াছে।এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেনের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন।মাদক ব্যবসায়ীদেরকে কোনভাবে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া যাবে না। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন