• ২০২৫ ডিসেম্বর ১৬, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ২
  • সর্বশেষ আপডেট : ০২:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নাইক্ষ্যংছড়ি ওসির নির্দেশনায় ইয়াবাসহ মায়ানমারের নাগরিক মং নি উ তংচংগ্যা আটক!!!

  • প্রকাশিত ০৩:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
নাইক্ষ্যংছড়ি ওসির নির্দেশনায়  ইয়াবাসহ মায়ানমারের নাগরিক মং নি উ তংচংগ্যা আটক!!!
File
মতিউল ইসলাম (মতি)

নাইক্ষ্যংছড়ি ওসির নির্দেশনায়  ইয়াবাসহ মায়ানমারের নাগরিক মং নি উ তংচংগ্যা আটক!!!


মতিউল ইসলাম (কক্সবাজার) 



সম্প্রতি সময়ে মায়ানমারের নাগরিক কৌশলে বাংলাদেশে এসে ইয়াবা বিক্রি করছে এমন চিত্র দেখা গেছে। গত শনিবার সকান ০৯:১৫ ঘটিকার সময় (০৬ সেপ্টেম্বর) ২০২৫ ইং মায়ানমারের মংডু জেলা এবং মংডু উপজেলার চাংবালা  ইউনিয়নের অং কি উ  তংচংগ্যার পুত্র-মং নি উ তংচংগ্যা (২২)কে।

পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো: মাশরুরুল হক এর নির্দেশনায়।সোনাই ছড়ি পুলিশ পাড়ির এস,আই মো:লোকমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে। সোনাই ছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রেজু হেডম্যান পাড়া থেকে।

৩০ হাজার ইয়াবাসহ মায়ানমারের এক নাগরিক কে গ্রেফতার করেছে নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশ। 

অনুসন্ধানে জানা গেছে, অং চা লা' র মুদির দোকানের ভিতরে কাঠের চৌকির নিচে হইতে ৩০ হাজার ইয়াবা আসামী, মং নি উ তংচংগ্যা নিজ হাতে বাহির করে দে। এই বিষয়ে এস,আই মো. লোকমান বাদি হয়ে অপরাধীর  বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এই বিষয়ে নাইক্ষ্যং ছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন। আমি যে থানায় দায়িত্বে রয়েছি, নিশ্চয়ই ঐ এলাকার মানুষ বলতে পারবে আমি কতটুকু তাদের দায়িত্বে পালন করতে পেরেছি।অবশ্যই আমি শতভাগ নিষ্ঠার সাথে কাজ করেছি অপরাধীদের নিয়ন্ত্রণ করতে সফল হয়েছি।নিশ্চয়ই আপনারা অবগত আছেন অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার লোক আমি নই। ইনশাল্লাহ আগামীতেও মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ