• ২০২৫ ডিসেম্বর ১৬, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ২
  • সর্বশেষ আপডেট : ০২:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বীর উজলী পূর্বপাড়া মাদ্রাসা মাঠে প্রথম পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৬:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
বীর উজলী পূর্বপাড়া মাদ্রাসা মাঠে প্রথম পবিত্র ঈদুল আজহার  জামাত অনুষ্ঠিত
time bangla news
মোঃমোজাম্মেল হোসেন গাজীপুর প্রতিনিধি




গাজীপুরের কাপাসিয়া বীর উজলী পূর্ব পাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে প্রথম পবিত্র ঈদুল আজহার  জামাত অনুষ্ঠিত হয়েছে। (৭ জুন) সকাল ৮টায়  অনুষ্ঠিত হয় এবং জামাতে ইমাম হিসেবে ছিলেন  হাফেজ রাকিবুল ইসলাম ।


নামাজ পড়তে আসেন  টোক ইউনিয়ন কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোসাদ্দিকুর রহমান মুছা, গাজীপুর জর্জ কোর্টের এডভোকেট মামুনুর রশিদ এলাকর বিভিন্ন শ্রেনীর পেশা জীবী মানুষ। 

ঈমাম সাহেব আলোচনা করেন।আলোচনা উল্লেখ করেন, আপনাদের কোরবানির মাংস যাতে পাশে গরিব অসহায় অথবা যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে যেন এই মাংস পৌঁছে দেওয়া হয় আর কোরবানির পশুর চামড়া যে মাদ্রাসা গুলোতে গরিব অসহায় ছাত্র ছাত্রীর লেখাপড়া করে সেখানে দিলে ভালো হয়। মহান আল্লাহতায়ালাকে ভয় করে ও সন্তোষ্ট করার জন্য ও কোরবানির মাধ্যমে এই কঠিন পরীক্ষা দিতেছি, আল্লাহ্ যেন আমাদের সবাইকে এই পরীক্ষায় পাশ করে দেয়। নামাজ শেষে ইমাম সাহেব মুসল্লীদের খুৎবা পড়ে শোনায়। এরপর খুৎবা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও এলাকার মানুষের শান্তি ও সুস্থ্যতার জন্য দোয়া ও মোনাজাত করেন। 

মোনাজাত শেষে একজন আরেকজনের বুকে বুক মিলিয়ে হৃদয়ে উষ্ণতায় প্রীতীর বন্ধনে আবদ্ধ হন। এর পর সারিবদ্ধ ভাবে শৃঙ্খলার সহিত বাড়ীতে চলে যায়।

সর্বশেষ