• ২০২৫ অগাস্ট ০৬, বুধবার, ১৪৩২ শ্রাবণ ২১
  • সর্বশেষ আপডেট : ০১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মহেশখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ০৬, ২০২৫
মহেশখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
File
মতিউল ইসলাম (মতি)

মহেশখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত 


মতিউল ইসলাম (কক্সবাজার ) 


কক্সবাজার জেলার একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলায় বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষে মহেশখালী থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।



৪ ই আগষ্ট সোমবার দুপুর ১২ টায় থানা প্রাঙ্গণে মহেশখালী থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


 মহেশখালী  থানার অফিসার ইনচার্জ  মন্জুরুল হক এর সভাপতিত্বে এসআই এনায়েত কবিরের পরিচালনায় অনুষ্টিত হয়।


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী- কুতুবদিয়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মানবেন্দ্র সরকার। 


এসময় আরো উপস্থিত ছিলেন- মহেশখালী থানার (ওসি) তদন্ত প্রতুল কুমার শীল,  মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, মহেশখালী পৌর বিএনপির যুবদল আহবায়ক আনোয়ার হোসেন মঞ্জুসহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। 


অনুষ্ঠানে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি মানবেন্দ্র সরকার  বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি  নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিবে তাই আইন কেউ হাতে তুলে না নিয়ে পুলিশের সহায়তা নেয়ার আহ্বান জানান তিনি।


 আপনারা পুলিশকে বন্ধু হিসেবে দেখবেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মন্জুরুল হক বলেন, মহেশখালী থানা প্রশাসন মাদক, ডাকাতি ও অনলাইন জোয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স।


 যে কোনো অপরাধ সংঘটিত হলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার  জন্য  জনগণের প্রতি আহবান করে বলেন, সম্প্রতি জায়গা জমির বিষয়ে অভিযোগ বেশি আসছে তার জন্য আইন হাতে না নিয়ে ধৈর্য্য ধারণ করে সামাজিক ও আইনগত পদক্ষেপ নিয়ে সমাধান করার পরামর্শ দেন এবং জানমালের নিরাপদ রাখার দায়িত্বে আমরা আপনাদের পাশে আছি।



এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন পুলিশকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহবান করেন। এই ধরনের আয়োজন জনগণের মধ্যে পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করে।

সর্বশেষ